Thursday 9 June 2011

ইকোলাই । ইউরোপ । চিকিৎসা বিজ্ঞান ।

খবরটা প্রথম শুনলাম ডয়চে ভেলের বিশ্বসংবাদে ।ইউরোপে নতুন এক ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটেছে ইকোলাই নামক ব্যাক্টিরিয়ার কারণে । তাও আবার কৃষিজ কাঁচা সব্জি থেকেই এর উৎপত্তির সম্ভবনা । ইউরোপের চিকিৎসা বিজ্ঞান  তাই বলছে । তা খবরটা শুনে আমার বেশ মন খারাপ হয়ে গেল । কৃষিজ খাবারেই যদি এমন রোগের উৎপত্তি হয় তাহলে এর প্রাদুর্ভাব বাড়তে থাকলে কী ভয়াবহ পরিণতি হতে পারে তা ভেবেই আমার মনটা খুব খারাপ হয়েগেছিল । আমি ডয়চে ভেলেকে ই-মেল-এ সে কথা জানালাম । তাদের অনুষ্ঠানে সে কথা বললেন ও ওয়েবসাইটে চিঠিটি প্রকাশও করলেন । সেটি এইরকমঃ


প্রিয় ডয়চে ভেলে বিশ্বপরিবেশ দিবসে রইল শুভেচ্ছা৷ পৃথিবী সব আতঙ্ক কাটিয়ে বৃ্দ্ধি করবে তার সৌন্দর্য৷ নিয়মিত পডকাস্ট শুনছি, ওয়েবসাইট-এ পড়ছি প্রতিবেদন৷ জার্মানিতে ই-কোলাই আতঙ্ক প্রতিবেদনটি পড়ে বেশ মন খারাপ হয়ে গেল৷ সকালের প্রতিবেদনেও শুনলাম এর ভয়াবহতা৷ আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই৷ আশাকরি চিকিৎসা বিজ্ঞান দ্রুত এর সমাধানসূত্র বের করতে সক্ষম হবে৷  ভালো থাকুন সকলে৷ সৌমিত্র রায়, ভারত৷


বিষয়টির দিকে নজর রেখে দেখছি । এখনও পরযন্ত এর সহজ সমাধানে  চিকিৎসা বিজ্ঞান তেমন বড় সাফল্য পাচ্ছে না ।  ভাবছি । মানুষ প্রতিনিয়ত কতরকম সমস্যার সম্মুখিন হয় । ক খ নো একা একা । ক খনোবা একসাথে অনেকে এসব অশুভশক্তির বিরুদ্ধে লড়ে বেঁচে থাকাটাই হয়তো জীবনের অন্যতম প্রধান কাজ । ৯-৬-১১ সকাল ৭ টা ।
বাংলায় ফিরুন ।      প্রথম পাতায় ফিরুন ।          

No comments:

Post a Comment